কিভাবে পন্য কিনবেন?
পন্য পছন্দ করে পন্যটির স্ক্রীনশট আমাদের কাছে পাঠাতে পারেন। অথবা আমাদের কাছে 01712726832 এই নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন।
আমরা কি ধরনের পন্য নিয়ে কাজ করি?
আমরা মুলত কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স গ্যাজেট আইটেম নিয়ে কাজ করি। কিন্তু পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পন্য যেমন- বিভিন্ন ধরনের সার্ভিস, টিউশন, একাডেমীক কোর্স, কম্পিউটার কোর্স নিয়েও কাজ করছি।
আমাদের পন্যগুলো কতটা মান সম্পন্ন?
আমরা আমাদের পন্যের মানের ব্যাপারে যতটা সম্ভব অপোষ করিনা।
আমাদের ঠিকানা?
আমাদের শপটি যদিও অনলাইন কিন্তু আপনি চাইলে আমাদের পন্য আমাদের শপ থেকেও নিতে পারবেন। সেক্ষেত্রে- হোমনা পোষ্ট অফিস কিংবা হোমনা সোনালী ব্যাংকের সামনে এসে আমাদেরকে 01712726832 নম্বরে ফোন দিলে আমাদের লোক আপনাকে গিয়ে নিয়ে আসবে।
আমরা কি পুরাতন পন্য বিক্রয় করি কিনা?
জি, আমরা পুরাতন পন্য বিক্রয় করে থাকি। বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন সহ বিভিন্ন ধরনের পন্য পুরাতন বিক্রয় করে থাকি।
আমরা কোন পন্য ক্রয় করি কিনা?
জি, আমরা পন্য কয় করে থাকি। আপনি যদি কোন বিক্রেতা হোন কিংবা আপনার কোন নতুন/পুরাতন পন্য বিক্রয় করতে চান তবে আমাদের কাছে বিক্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিজে এসে এবং আপনার পন্য সরাসরি দেখিয়ে আলোচনা করে তারপর বিক্রয় করতে পারবেন। তবে বিক্রয় করার সময় পন্যের প্রয়োজন ডকুমন্টে এবং আপনার আডেনটিটি নিশ্চিন করতে হবে।
#
#
#
#